আজকে অন্যরকম একটা গল্প বলবো। এটা একটা অন্যরকম বাস্তব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা অন্যরকম গ্রুপ এর বই এর ওয়েবসাইট rokomari.com এর।
কয়েকদিন আগে শ্রদ্ধেয় মুনির হাসান একটা আর্টিকেল লিখেছিলেন প্রথম আলোতে। যেখানে তিনি অন্যরকম এক বাংলাদেশী উদ্যোগতার গল্প বলেছিলেন। সেই লেখার কল্যানে আমি তাদের সাইট থেকে একটা বই কিনি এবং বিশাল ধরা খাই।
প্রিয় লেখক হুমায়ুন আহমেদ এর “উঠোন পেরিয়ে দুই পা” বইটি আমি ইন্টারনেট থেকে কিনি। বইটির দাম ছিলো ৩৩৩ টাকা। বইটি কেনার পর সার্ভিস চার্জ হিসেবে দিতে হয়েছিল ৩০টাকা। মোট মূল্য দাড়ালো ৩৬৩ টাকা। বইটি হাতে পাওয়ার পর যা যা দেখলাম টা হলো:
১. বইটির গায়ের দাম হলো ৩৫০ টাকা যা ২০% কমিশন এর পর হয় ২৮০ টাকা। এখানে আমি বেশি দিলাম মোট ৩৩৩-২৮০=৫৩ টাকা। সার্ভিস চার্জ সহ ৮৩ টাকা।
২. বইটির প্রথম ফর্মা পুরোটাই ছেড়া।
৩. বইটি হুমায়ুন আহমেদ এর পুরনো কিছু বই এর সংকলন।
৪. সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর যে লোকটি বাসায় এসেছিলেন, উনি আমার কাছে রিক্সা ভাড়া দাবি করেছিলেন এবং আমাকে বিব্রত অবস্থায় ফেলেছিলেন।
বইটি আমি যদি দোকান থেকে কিনতাম তাহলে উপরের বর্ণিত ৪ টি ঘটনার একটাও ঘটত না। যখনি দেখতাম এটা কিছু পুরনো বই এর সংকলন আর কেনা হত না। যদিও কিনতাম বেশি টাকায় কিনতাম না এবং বইটির সব থাকতো ঠিকঠাক। আর আমাকে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় যেতে হত না।
যতদুর জানি ২০% কমিশন দেয়ার পরও বইয়ের দোকান ভালো মুনাফা করে এবং যুগের পর যুগ তারা বেবসা করে আসছেন। একয়্হ কাজ সামান্য সার্ভিস চার্জ এর বিনিময়ে এ-কমার্স সাইট গুলন করলে ক্ষতি কোথায়? এইসব অন্যরকম প্রতারণা বন্ধ না হলে দেশে কখনই জনপ্রিয় হবে না ই-কমার্স। এদের থেকে সাবধান।