গতকাল আমার জন্মদিন ছিল। অনেক গুরুত্বপূর্ণ একটি দিন আমার কাছে। আনন্দের দিন হওয়ার কথা ছিল। কিন্তু সারাদিন একরকম কান্নাকাটি করেছি। অপ্রত্যাশিত বেদনা। শেষ বিকেলের আলোয় আমার ছবি তুলেছিল আমার বন্ধু। একটু আগে মেইলের মধ্যে ছবিটি দেখলাম। আবিষ্কার করলাম পরাজিত এক মানুষকে। ছবিটি এখানে দিলাম।
আমি জয় করার জন্যই বার বার পরাজিত হই। আমি জানি আমি আমার থেকে আলাদা নই।