আমারও আনন্দ অনেক
চারপাশে ঝরে পরে টুপটাপ তারা
কি এত আলোর খেলা?
কি বা এত অবহেলা?
আমার বেদনা দিন সারা
poetry
বল দেখি কোথা যাই কোথা গেলে শান্তি পাই? ভাবিলাম বনে যাব তাপিত হিয়া জুড়াব সেখানেও অর্ধ-রাত্রে কাঁদে মৃগী কম্প গাত্রে …
আমি কিন্তু জাদুকর,চেয়ে দেখো হাতের রেখায় নিশপিশ করছে কত রহস্য!আমাকে নিরুত্তাপ দিনের গল্প বলে লাভ কি?বরং জাদুর হাতে হাত রেখে …
বাহিরে যেমন দেখ, ভিতরে তার থেকে বেশি ক্ষত! পূর্ণিমার রাতে কিন্তু রঙহীন চাদর পড়ে থাকি, তাতে কী? যে যার মতন …
যতই দেখাও ছন্দ মনের, হাজার রকম চারুকলা যতই শেখাও বুলি তোমার, রঙ-বেরঙের কথাবলা মেঘের পড়ে মেঘ উড়বে, স্বপ্নতুলি হাতে একলা …
গল্পগুলো আজকে আমার মেলছে ডানা গল্পগুলো হয়তো তোমার একটু জানা লিখছি আজো তোমার আমার গল্পটিকে লিখছি শুধু জীবন নামের সমষ্টিকে। …
ভালোবাসার পিদিম ঘরে যে সলতে নড়ে চড়ে তার নীচে পড়ে থাকে ছায়া; সেই ছায়ারি অন্ধকারে হাত বাড়িয়ে চুপিসারে আলো মাখি, …
- Daily Life
This is not speech but poetry! https://www.youtube.com/watch?v=pbutl_0vajk
by nirjharby nirjhar 0 minutes readThis is not speech but poetry! https://www.youtube.com/watch?v=PbUtL_0vAJk