কিছু ভুল ড্রাগ এন ড্রপ
সৃতির কোন অংশ
হারিয়ে যায়,
সেই ফোল্ডার কখন খোলা হয় না।
মাঝে মাঝে ভাবি, কতবার কতভাবে হারিয়ে গেল সব
এখন এই ক্লাউড কম্পিউটিং এর যুগে
আমার পুরনো দুঃখ কোথায় ঠাই পাবে?
অথচ প্রতিনিয়ত নষ্ট একটা মাউসে
ভুলভাল ড্রাগ করে চলেছি।
poetry
-
শহরের জঞ্জালে প্রজাপতিরাউড়ে যায়,নাগরিক বিষময় পথঅবাক বিস্ময়;একটু থেমে থেমে নিজের অবয়ব দেখেনাকি দেখে না, চোখ বুঝে ভাবেপৃথিবীর যাবতীয় মধ্যাকর্ষণশহরের এসে …
-
বলো যদি, তবে অন্যভাবে বলঠিক কঠিন চোখ করে আর একবারচোখের দৃষ্টিতে ভষ্ম করে ফেলআমার সকল অহংকার।ভালোবাসি বলেই তবে আমার সাজঘরপ্রতিটা …
-
প্রথম বৃষ্টির মতো, চিরচেনা এবং অচেনাতবুও মেঘের কথা ভাবি, ঝরের গুঞ্জনআমাদের পথের অনেক অজানা বাঁকেপায়ে হেঁটে অথবা গড়িয়ে যাই সামনের …
-
“ঘুমোও তুমি, ঘুমোও তুমি” বলছে না কেউ হঠাৎ করে? কেউ আমাকে ডাকছে না আর, আসতে বলে অনেক ভোরে? এসব কথা …
-
কী অসম্ভবের দশা, নিশ্বাসের অক্সিজেন কঠিন লোহাকেও মরিচা ফেলে দেয়; যারা নিশ্বাস নিয়ে স্বপ্ন দেখি বা দেখাই লৌহ মনকে মরিচা …
-
কন্ঠের কাছে বিষের মতো ছায়া সঙ্কুচিত একটা ভ্রমর দিকভ্রান্ত হঠাত পৃথিবীর বলয়ে চৌম্বক রেখা অচেনা 29 জেনেও আমার জিপিএস চালু করি …
-
ক্ষমা চাই আকাশের কাছে ক্ষমা চাই কবিতার কাছে ক্ষমা চাই একটা হৃদয়ের কাছে ক্ষমা চাই নিকট দূরত্বের একজোড়া চোখের কাছে