কন্ঠের কাছে বিষের মতো ছায়া
সঙ্কুচিত একটা ভ্রমর দিকভ্রান্ত
হঠাত পৃথিবীর বলয়ে চৌম্বক রেখা অচেনা
29 জেনেও
আমার জিপিএস চালু করি না।
poetry
ক্ষমা চাই আকাশের কাছে ক্ষমা চাই কবিতার কাছে ক্ষমা চাই একটা হৃদয়ের কাছে ক্ষমা চাই নিকট দূরত্বের একজোড়া চোখের কাছে
ক্ষমা চাই আকাশের কাছে ক্ষমা চাই কবিতার কাছে ক্ষমা চাই একটা হৃদয়ের কাছে ক্ষমা চাই নিকট দূরত্বের একজোড়া চোখের কাছে
কেন একটা দিনের শেষে ঘুম আসে না… কীসের অপেক্ষায় তবে কি আর আমি পাখি নেই ঘরে ফিরেও কেন না ফেরার …
বন্ধ ঘরের অন্ধকারে একলা নিঝুম রাত্রিবেলা কে এসে আজ জ্বালবে আলো কে দিবে ফুল প্রভাত বেলা? আমার আকাশ সেই তো …
ঘুমাতে যাবার আগে কবি কহিলেন থামো আমি বা আমরা অথবা আমাদের মতোন যাহারা মনের মাঝে মেঘ নিয়ে থাকি, চুপ করলাম; …
কতকাল থেকে কবিতা লিখি না, কতকাল থেকে তোমার হাসির পানে আগের মতন তাকাই না, কেমন শামুকের মতন, ইদানিং সামান্য শব্দেই …
বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে অথচ ছোটবেলায় রচনা লিখতাম বসন্তকাল। সব ঠিক উল্টোটা হয়, আমার পিছনে একটা দেয়াল, যেটা বিষন্নতা আমি …