ভুলতে থাকি রোজ-
ভুলতে হবেই এই কথাটাই
ভুলি অথবা ভুলি না, তুমি সর্বদাই
মিশে থাক ভুলে এবং অভুলে
কী দরকার বল
শুরু করি না হয় চল
ভুল দিয়েই;
আকাশের শেষ অস্তরেখায়
একটা অচেনা পাখি উড়ে যায়
নিসঃঙ্গ পাখায় আগামীর রোদ।
**//** ধানমন্ডি, ঢাকা।
ভুলতে থাকি রোজ-
ভুলতে হবেই এই কথাটাই
ভুলি অথবা ভুলি না, তুমি সর্বদাই
মিশে থাক ভুলে এবং অভুলে
কী দরকার বল
শুরু করি না হয় চল
ভুল দিয়েই;
আকাশের শেষ অস্তরেখায়
একটা অচেনা পাখি উড়ে যায়
নিসঃঙ্গ পাখায় আগামীর রোদ।
**//** ধানমন্ডি, ঢাকা।
আমি একটা নরম রোদ হবো শত ব্যস্ততার মাঝেও, না চাইতে গায়ে মাখাবে, অবুঝ বালিকার মতো; আমি আস্ত একটা নরম আলো …
তোমাকে খুঁজতে গিয়ে চলে আসে সমস্ত জমাট বরফ! তোমার তো উত্তাপ ছিল কেন আজ শীতল শরীর! বারবার সূর্যে পুড়ে আমি …
জলে তার ভ্রমণের ছিল সাধ এখন সে নদী তুমি আমার সময় হও, ইচ্ছে ঘড়ি স্থির কালে সাঁতারকাটা; যে হিসেব চেয়ে …
তুমি সকালের রোদের মতো জানি আছো, কিন্তু মাখি নাই কতকাল জীবন যাচ্ছে চলে, অবহেলায় আমার সকাল। অথচ মাঝে মাঝে নিশুত …
জানি তুমি অন্তরীক্ষে আছো, তাতে কী? ছায়াপথের ভ্রমণ শেষে আমি ক্লান্ত।
জানালার রং হবে ভোরের শিশির, আলতো একটু রোদ্দুর হবে আমার শরীর দেখো কেমন অবেলায় আমি আজ আলোতে ডুবি আমার তো …
আমার এখন এক কাপ চায়ের কাছে দায়! আমার বিস্ময় পড়ন্ত বিকেলে অথবা রোদেলা দুপুরে আমিও চাতকের মত অতিদূর খুঁজেফিরি একটি …