একবার সত্যিকার অর্থেই একটা গাছের প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আমার বয়স ১৫/১৬। Subrata Bhattacharjee স্যার এর বাড়িতে পড়তে যেতাম। আমাদের বাসা থেকে সেখানে যেতে হত সাইকেল চালিয়ে। পয়রাডাঙ্গা বিলের ধারে তাঁর বাড়ি। বাড়ির নাম চৌবাড়ি। আমাদের এলাকার অন্যতম প্রাচীন বাড়ি। সেই বিলের ধারে বেশ বড়সড় তেঁতুল গাছ ছিল (এখনো আছে আশা করছি)।
প্রতিদিন খুব সকালে আমরা দলবেঁধে পড়তে যেতাম। একদিন স্যার এর বাড়ি থেকে বের হয়ে কি মনে করে সাইকেল নিয়ে সেই গাছটার কাছে গিয়েছিলাম। খুব সহজে গাছটায় উঠে পড়া যেত। আমি সেই গাছে উঠে শুয়ে পড়েছিলাম বেশ রোমান্টিক কায়দায়। উপড়ে তাকিয়ে দেখি অদ্ভুত কচি সবুজের বিস্ফোরণ। মনে হল পৃথিবীর সব সৌন্দর্য নিয়ে গাছটি আমাকে বুকে নিয়ে আছে। প্রকৃতির সেই আলিঙ্গন আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল।
সেই গাছটিকে নিয়ে আমার অনেক কবিতা আছে। এই ঢাকা শহরে যখন আমার খুব অস্থির লাগে, আমি সেই গাছটির কথা ভাবি। এতে এক ধরনের শান্তি পাই। সবুজের প্রেম থাকলে ক্ষতি কি? উপায় থাকলে গাছ সহ সামান্য জায়গাটুকু কিনে নিতাম। যাতে কোনদিন কেউ গাছটি কেটে না ফেলতে পারে।
**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা।
*/* গাছের ছবিটি মাত্র মোহনা ভট্টাচার্য এষা দিল। ধন্যবাদ বন্ধু।