হোস্টমন্সটার ব্যবহার করছি ২০০৬ সাল থেকে। প্রিয় বন্ধু রইসুলের (রুমান) দেখে ওর কাছ থেকেই কিনে নিয়ে ব্যবহার শুরু। অনেক সস্তা তাই আমার একাউন্টটা হয়ে যায় পুরো একটা হোস্টিং ম্যাসাকার। বন্ধু-বান্ধব, ক্লায়েন্ট সবার সাইট এখানে বিনামূল্যে হোস্ট করা। এই বিশাল মহত্বের কারনে এখন নিজের ব্লগটাই ঠিকমতোন আসে না (শেয়ারড সার্ভার, সস্তা)।
তাই আজকে নিজের সাইটটাকেই নিজের ডাটাসেন্টারে সরিয়ে ফেললাম। যাকে বলে সিএনজি অটোরিক্সা থেকে সরাসরি পোর্সেতে চলে যাওয়া। দেখি এখন এই উত্তেজনায় দিনকয়েক লিখতি পারি কিনা।
যেহেতু অনেক রাত জেগে এই কাজ করতে হলো তাই বলার অপেক্ষাই রাখে না যে আমার বউ ভয়ঙ্কর রেগে আছে। তাক খুশি করার জন্য একটা ছবি পোস্ট করলাম।