145
অন্ধকার থেকে অন্ধকারে
 তুমি আমি একাকার
 ছায়ারো মায়া চলে যাবে
 বিরান এক নিস্তব্ধতায়
 কিছু হাহাকার
 সঙ্গীতের মতো
 মনে হবে গত বসন্তের শেষ হয়ে যাওয়া
 কিছু ধুলিকণা আর ধার করা ঘাত প্রতিঘাত;
 এ ঋণের ভার বয়ে চলে
 অসাড় আঙুল আর
 টেবিলের উপর থাকা শুকনো গোলাপ
 পৃথিবীর সব সৌরভ মুছে গেলে
 আমিও নক্ষত্র হবো
 অন্ধকারের শেষ হবে রাত।

