অন্য যে তিনটি নদীতে ভারতের কোন বাঁধ নেই, তার পানি দিতে চুক্তি করতে বলে। খুব ভালো কথা। আমরা কয়েকটা চুক্তি করতে পারি
১. বাতাস চুক্তি: আমরা বাংলাদেশের বাতাস ভারতে পাঠাব।
২. পাখি চুক্তি: বাংলাদেশের পাখি ভারতে পাঠাব।
শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি, বাংলাদেশ এবং ভারত দুইটি আলাদা স্বাধীন দেশ। আর পশ্চিম বঙ্গ শুধু একটা রাজ্য। একটা রাজ্যের হয়ে দুইটি দেশের বিরুদ্ধে যাওয়াটা খুব ভালো বুদ্ধির কাজ না। বাঙালিদের অবস্থা এমনিতেই খারাপ। যখন রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে সরানো হলো তখন থেকে একরকম মাইনাস থিওরিতে আছে বাঙালিরা। এখন সেই পুরোনো গৌরব ফিরে আনার জন্য একটু সোচ্চার হোন। গোয়ার্তুমি কোন সমাধান না দিদি।
অন্য যে তিনটি নদীতে ভারতের কোন বাঁধ নেই,
168
previous post
