12
আমার আজ তৃষ্ণা নাই, আমার আজ ক্লান্তি নাই,
আমারে যতই তুমি সুমিষ্ট সরোবরের লোভ দেখাও
আমি ফিরেও তাকাই না,
আমার আজ রাত নাই, আমার আজ মৃত্যু নাই
অমাবস্যার রাতের আঁধারে আমাকে দেখাও সাপের ভয়?
সে পথ আমার নয়;
আমার আজ আলো আছে, আমার আজ আগুন আছে:
আছে আমার ভালোবাসার এক বিন্দু জল!
কাছে আসবে তো ভস্ম হয়যে যাবে
সূর্যের কাছে বাসা বেধে এখন কেন রাতের গান গাও?