124
আমার চারপাশে কী স্বচ্ছ কাঁচ!
যত্নের শেষ নেই, সযতনে বাতাস বা সুঘ্রাণ বিতাড়িত করি
কত ভালবাসি এইসব কাঁচ!
ভালোবাসার পরশে বার বার মুছে আরও স্বচ্ছ করে তুলি
এবং একটা সময় যতনের কাঁচ ভেঙে যায়,
যত্নের শিল্প তখন শাণিত ছুরির মতন
রক্তাক্ত করে দেয়…
তবুও এই কাঁচকে অনেক ভালবাসি!
