123
আমার চোখের এখন অনেক পথ বাকি,
 অন্ধকার অনেক হলো,
 চলে গেলো শেষ অভিশাপ
 চোখে আমার এখনো সেই তৃষা
 দুরে বহু দুরে চেয়ে থাকে পথের রেখা
 সেই পথে হেটে হেটে
 হয়তো হাতের পরে হাত
 বাকি পথটুকু হেটে যাবো বলে
 এখনো ছুটছি আমি, খুঁজতে তোমাকে.

