আমার বন্ধুতালিকায় ইর্ষা করার মতো সংখ্যক কবি বন্ধু রয়েছেন। নিউজফিড, ম্যাসেজ সবখানে অনেক কবিতা। আগ্রহ করে কবিতা পড়ি। কবিতা পড়তে খুব একটা ক্লান্তি লাগে না। কিছু কবিতা খুব আরাম করে পড়ি আর কিছু কষ্ট হয়। আজকে চিন্তা করলাম যে কবিতাগুলো আমাকে আরাম দিয়েছে কারণ কী? অথবা যেগুলো কষ্ট করে পড়লাম, কষ্টটা কোথায়?
 চিন্তা করে দেখলাম আসলে কষ্টটা শব্দে। আরো পরিষ্কার করে বললে ছন্দে। বলা যেতে পারে খুব যত্ন করে একটা মার্সিডিজ গাড়ি বানানোর পর তা সিএনজি কনভার্সন করা হয়েছে। সেইসব কবিতা পড়ে কষ্ট হয় অনেক। আর কিছু কবিতা আছে ঠিক নাটোরের কাচাগোল্লার মতো, মুখে দিয়ে চোখ বন্ধ করে থাকি।
 পাঠক হিসেবে আমার কাছে কবিতার ছন্দ একটা আরামের জায়গা। একটা খাবার দেয়া হয়েছে, তা যদি আয়েশ করে না খেতে পারি সেটা খুব খারাপ ব্যাপার। এই আয়াশের অনুভূতি ছন্দে অথবা শব্দের ঝংকারে।
 অনেক সুন্দর অর্থবহ কবিতা কষ্ট করে পড়ি। কঠিন কঠিন শব্দ। একটা শব্দের সাথে পরের শব্দের যেন অনেক শত্রুতা। ঠিক একজন আর একজনের উপর বোমা নিয়ে দাঁড়িয়ে আছে। এইরকম কবিতা ভয় পাই। কিন্তু পাঠক হিসেবে আমি চরিত্রহীন। তারপরেও পড়ে যাই।
 লিখ আয়ু.. লিখ আয়ু।
আমার বন্ধুতালিকায় ইর্ষা করার মতো সংখ্যক কবি বন্ধু
 131
 previous post
 
