আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি….
যা দিয়েছ ,তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাওনি।।
তব আশীষ কুসুম ধরি নাই শিরে…
পায়ে দলে গেছি , চাহি নাই ফিরে…
তবু দয়া করে কেবলি দিয়েছ,
প্রতিদান কিছু চাওনি….
আমি ছুটিয়া বেড়াই , জানিনা কি আশে…
সুধা পান করে মরি গো পিয়াসে….
তবু যাহা চাই সকলি পেয়েছি…
তুমিতো কিছুই পাওনি…
আমায় রাখিতে চাওগো বাঁধনে আঁটিয়া ,
শতবার যায় বাঁধন কাটিয়া….
ভাবি ছেড়ে গেছ , ফিরে চেয়ে দেখি…
এক পা ও ছেড়ে যাওনি…
************************
আমার প্রিয় গান এটি। আমি আসলে সবসময় আলহামদুলিল্লাহ টাইপের মানুষ। সবসময় ভালো থাকি। যখন সবার মনে হয় যে আমি খারপা আছি, তখনও আমি ভালোই থাকি। আমার আসলে খারাপ থাকার উপায় নেই, বাধ্য হয়েই ভালো থাকি।
জীবনের খণ্ডখণ্ড ঘটনাগুলো থেকে মনে শুধু আনন্দটুকু নিয়ে নেই। বাকী সব ঠিক হাঁসের মতো, গা ঝেড়ে ফেলে দেই। যা পেয়েছি জীবনে, আনন্দের সাথেই পেয়েছি। সবার ভালোবাসায় অনেক বেশী সমৃদ্ধ হয়েছি। আমি সুখী মানুষ। অনেক সুখী মানুষ।
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।