3
আমি শুধু অপেক্ষা করি
তোমার একলা হবার;
মানুষের আনাগোনা, পার্টি, অভিনয় করে হাসাহাসি
অহেতুক দেশ, সমাজ কিংবা চিকুনগুনিয়া
আলোচনা, সমালোচনা অথবা বুয়া সমাচার;
চাই তবু দিনান্তে একটু একলা হয়ে যাও-
যতটা একলা হলে একা একা লাগে
যতটা একলা হলে রবীন্দ্রনাথ জাগে
তখন একটা মাতাল হাওয়া কিংবা চিরচেনা মদিরার মতো
আমার কথা ভাবার আগেই পৌঁছে যাব;
কী আশ্চর্য! দুজনই অপেক্ষা করে বসে থাকি!
//***/// ধানমন্ডি, ঢাকা।