5
আসলে একটা বড় ঘটনা ঘটে গেছে। সাধারণ মানুষের দখলে এখন আন্দোলন। অনেক চেষ্টা চলছে যদিও এটাকে বিভিন্ন ব্যানারে নিয়ে যাওয়ার, হচ্ছে না। যা মনে হচ্ছে কেউ যদি এই আন্দোলনকে নিয়ে কিছু ফায়দা লোটার চেষ্টা করে, সেটা ব্যাক ফায়ার করবে। তাই আমি নিশ্চত, এই জোয়ারে খরকুটোর মতোন কয়েক দশকের জঞ্জাল সাফ হয়ে যাবে। আবার বাংলাদেশে পলি পরবে, এই মাটিতে এরপরে যেসব কিশলয়ের আবিভার্ব হবে, তা হবে কলঙ্কমুক্ত। ভাবতে ভালো লাগছে, আমার সন্তানেরা বিশাল একটা দায়ভার থেকে বেঁচে যাবে।