1.1K
কাহারে শোনাই, শোনাই কারে
আজ এই অন্ধকারে
বসে বসে রজনীপাত
সঞ্চিত কথার ধারাপাত?
বাঁশিওয়ালা হতে চেয়ে বাঁশি শুনি শুধু
দিন শেষে রাত হয়, কথার পিঠে কথা কয়
এ কেমন কাটাকাটি খেলা!
চিন্তার ছুরি হাতে, নিজের মন শরীর কাটে
দিনে দিনে রক্তাক্ত হই!
এতো রক্ত কোথা যায়?
বসে বসে এই রাতে ভাবি
বন্ধুহীন কেটে গেল সকল ফাগুন
রক্ত পোড়ে ধীরে ধীরে
জ্বলে থাকে তরল আগুন