3
……
একটি বিকেল, শেষ হলো যেই
একটি তারা উঠলো জ্বলে
হয়তো তোমার জানালা খোলা
সেই তারাটাই দেখবে বলে,
তোমার চোখের আলোকবর্ষ
করবে যখন গান রচনা
তখন তোমার রাত্রি ছুঁয়েই
আমার গানের কাঙালপনা