117
“এতোটা কাল ধরে কত অলিগলি, কত পথ, তৃষিত চোখ
 হেঁটে গেছি সমুদ্রের জলে অথবা প্রচণ্ড বর্ষায়;
 তোমার চোখের মত চোখ কি আছে আকাশের গায়ে?
 তোমার চুলের মত কি আছে এই নশ্বর ধামে?
 আমি দুরন্ত হরিণ কিংবা ছোট্ট মুনিয়া পাখি
 অরণ্যের মিশ্রিত ছায়ার মতন তোমার চুলে ছুটেছি!
 তোমার নাকের ঘাম, তোমার গায়ের সুবাস
 আমার সঞ্চিত স্মৃতি দিনে দিনে বড় হয়;
 আমার কাঁধে কাঁধ রেখে বসে থাকো
 আমার হাতে হাত দিয়ে ধুয়ে ফেল গ্লানি
 আমার অন্তরাত্মা তুমি, আমি জানি।”
-এক জনের মেইল থেকে কপি করা। কবির নাম দেয়া গেল না। ভালো লাগল তাই শেয়ার করলাম।

