122
কতবার গৃহত্যাগি হতে গিয়ে
আষ্টেপৃষ্ঠে বাঁধা পরি,
অথচ মনের মধ্যে একটা আস্ত চাঁদ
একটা আস্ত নৌকায় সমূদ্র আর নদীর মোহনা
কী একটা অপরূপ রূপালী রাত!
জলেতে নামি নাই, ছায়ায় হারাবার ভয়ে
গৃহহীন হই নাই, হয়েছি একটা যন্ত্র
আর অযথাই, বার বার পড়ে যাই
ভুলে ভরা, না দেখা জীবনের মন্ত্র।
**//** ধানমন্ডি, ঢাকা।
