আমি এখনো আসলে ইদ লিখতে পারছি না। আমার কাছে ঈদ। অভ্যাস পরিবর্তন করা অনেক কঠিন একটা কাজ। কিন্তু আমার ইদ লেখা উচিৎ। কালতে ইদ হবে কীনা এখনো নিশ্চিত নই। চাঁদ দেখে কমিটি মিটিং এ বসেছে। আশা করা যাচ্ছে মিটিং এর বদ্ধঘরে বসে তারা রাতের অন্ধকারে চাঁদ উঠিয়ে ফেলবেন। চাঁদ উঠুক আর নাই উঠুক। ইদের প্রস্তুতি শেষ। ইদ মানেই বাংলাদেশের খেলা। এর থেকে বড় আনন্দ আর আছে কী?
কালকে আয়োজন করেই খেলা দেখব। আয়োজনের কোন কমতি নেই। যদিও আমার পরিবারের সবার আপত্তি আছে। আমি বাংলাদেশের খেলা নিয়ে বেশী আয়োজন করলেই নাকি বাংলাদেশ হেরে যায়!
এখন এই সুন্দর আবহাওয়ায় ইয়েলো ক্যাফেতে বসে আছি। ব্যস্ত ঢাকা আজকে অনেক শান্ত। শুধু কোন এক অদ্ভুত কারণে ইয়েলো ক্যাফেতে অনেক উচ্চস্বরে বিজাতীয় গান বাজাচ্ছে। এই ফাজিলদের ভদ্রতা কীভাবে শিখাব বুঝতে পারছি না। দরবেশ সাহেবের কাছের কোন লোক আছেন?
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।