145
গড়ি এবং ভাঙি
 তারপর আবারো গড়ি
 এটা এক ধরনে প্রার্থনা
 সৃষ্টিকর্তার সাথে নিছক বিনোদন;
 যতবার ব্যাবচ্ছেদ কর
 আমি মরি এবং জীবিত হই
 তারপর হয়তো আবারো মরি
 এটা আমার সা্থে আমার নিছক পরিহাস
 নদীর গতি ভালোই জানি
 ডুবে যাই মরি বার বার
 তবুও ভালোবাসি এই ডুবসাাঁতার।
