4
“ছায়ার মাঝে বন্ধ দুয়ার,
মেঘলা আকাশ মেঘের জোয়ার
অন্য কোথাও ধরবেনা আলো কেন?
চোখটা বদলে নিলেই পরে
রোদে আগুন যাবে মরে
কাঁচের পিছে অন্য জগত যেন…”