1
তুমি আছ, তাই ঝরছ
না থাকলে মিছে হতো আমার বাদল বেলা
তুমি নেই, নেই তুমি, আমার একেলা
সেবেলা, এবেলা
কতই না দিলাম সাঁতার মেঘের সাগরে।
বৃষ্টিতে ভেজা মন
জলহীন সময়ের কথা ভেবে পুড়ে মরে।