1
তোমরা কত সহজেই আমার মনকে বেবচ্ছেদ কর!
কেউ পাও সৌরভে ভরা পূর্নিমা রাত
কেউ হয়ত একটু অন্য রকম, পেয়ে যাও একটি হাত!
অথচ আমার হচ্ছে ঘুন পোকার শরীর
এত ছেদ তবুও তোমরা ছেড়াছিড়ি কর….