2
তোমার সাথে বার্তা নাই আদান প্রদান তাই
আজ আমার এ মুঠোফোনে হাহাকার গান
তবুও তাকিয়ে থাকি, এই বুঝি ভাসবে পরিচিত সুর
সুইচিং মাত্র ৩০০ মিলি সেকেন্ড, অপারেটর থেকে অপারেটর
তবুও এই ৩০০ মিলি শতাব্দী হয়ে গেল
যে ফোনটা ১০০ বার বেজে চলে, তা যেন কৃষ্ণ পাথর
শীতল, আলোহীন, বর্ণহীন
আমার অন্ধকার কেন খোলা জানালা?