4
দু’ফোঁটা জলে কী বলছি আর
প্রারম্ভের কাল থেকে
দু’ফোঁটায় কয়েক ফোঁটায় সমূদ্র হয়ে গেল;
আমাদের গ্রামে কিংবা শহরের গ্রামে
দু’টি চোখ, অপলক, অকৃত্রিম
কোন তফাৎ নেই
যতই সানগ্লাস বা কন্টাক্ট লেন্স থাক
চোখের পানি কিংবা জল
কী আসে যায়!
চোখের পানির বাণিজ্যে সুদের হার কত?
জানতে বড় ইচ্ছে হয়।