271
পারতপক্ষে ব্যক্তিগত বিষয় আর ফেইসবুকে টানি না। অনলি মি দিয়ে রেখে দেই (ডায়েরির মতো)। তাই ইদানিং ফেইসবুকে সরব কম দেখেন। আমি জীবিত আছি। ভালো আছি। আনন্দে আছি। নিজের প্রথম সিনেমার গোছগাছ নিয়ে কিঞ্চিৎ ব্যস্ত। এর মধ্যে বেশ কিছু গ্যাজেট হাতে পেয়েছি, সেগুলো রিভিউ করছি। আজ শুক্রবার। অফিস নেই। তাই আংশিক ব্যক্তিগত বিষয় বলে রাখলাম। আপনারা সবাই ব্যক্তিগত জায়গায় ভালো থাকুন আর হ্যাঁ, অন্যের বিষয়ে নাকটা সামলান। 🙂
**//** ধানমন্ডি, ঢাকা।