প্রায় সময় দুষ্টমি করে বলতাম যে কুড়িগ্রাম জেলায় মাত্র দুইটা প্রতিভ। একজন সৈয়দ হক আর একজন লুৎফর রহমান নির্ঝর। আজকের এই সংবাদ মনটাই খারাপ করে দিল। যদিও জানি লেখকরা কখনো মরে না। তারপরেও। কতবার ফোনে কথা হলো। কতদিন ঠিক করলাম তার ছবি তুলতে যাব। আমার কুড়িগ্রামের মানুষ। হয় নাই।
আমার প্রিয় কবি দেশে ফিরে আসছেন। পরানের গহীন ভিতরে একটা জমে থাকা হাহাকার বের হয়ে আসছে।
কিছু কিছু ঘটনার জন্য, কিছু কিছু মানুষের জন্য আমি পরজন্মে অনেক বিশ্বাসি। জন্মান্তরে হাতে একটা ক্যামেরা নিয়ে কিছু মানুষের মুখোমুখি হতে চাই।
প্রিয় হক ভাই। কুড়িগ্রামে স্বাগতম।
http://www.banglatribune.com/entertainment/news/137131/চিকিৎসা-অসফল-দেশের-পথে-সব্যসাচী-লেখক-সৈয়দ-হক
প্রায় সময় দুষ্টমি করে বলতাম যে কুড়িগ্রাম জেলায়
5
previous post