2
বড় একটা সম্ভাবনা নিয়ে দিন শুরু হয়। কিন্তু দিন শেষে নানাবিধ অপরিকল্পিত ধারাবাহিক কাজে হিসেব আর মেলে না। আমাদের এই দেশটাকে ঠিক করার আসলেই সময় চলে এসেছে। কী সুন্দর দেশ খারাপ দেশ খারাপ বলে আমাদের মতো কিছু বুদ্ধিমান মানুষ গালাগালি করে যাচ্ছি অথচ এই দেশটা আমাদেরও। নিজের উন্নতি মানেই দেশের উন্নতি। নিজের ডেভেলপমেন্ট মানেই দেশের ডেভেলপমেন্ট।
আচ্ছা গত ৭ দিন নিজের উন্নতির জন্য কোন কাজ টা করেছেন? গত ১৮০ দিনে নুতন কোন জিনিসটা শিখেছেন? গত এক বছরে মোট কতটা বই পড়েছেন?
ভাইরে মেঘে মেঘে বেলা অনেক হয়ে গেল। আসেন এইবার একটু দেশটার ডেভেলপ করি। মানে নিজের ডেভেলপ করি।