131
বর্ষা আইল রে
ঘন ঘন বজ্র নিয়া
চমকিত আলোক বাণে
আমার বারান্দা
আমার নিম গাছ
দোলচালে হাত বাড়িয়ে
রেখে গেল গত বরষার
এক মুঠো দুখের প্রতিঘাত
তবুও শাওন বেলায়
আমার অদভুত মেঘের খেলায়
একটি ছায়া থেকে যায়
আমিও বর্ষা হবো
আমিও গর্জাব
তোমার কানে তোমার পানে
এমনি দিনেই তারে বলা যায়।