135
বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো
এক জীবনে যা চেয়েছ বলতে থাকো
বলতে হবেই তাইতো আমি শুনতে এলাম
অপূর্ণ সব ইচ্ছে গুলো এবার হবে
অন্ধকারের গান শেষে আজ
নতুন দিনের সূর্য হবে।