105
বসন্ত এসেই গেল। ভালো মতো বুঝতে পারলাম। পহেলা ফাগুন থেকে বেশ জ্বরজ্বর ভাব। কিন্তু যেটা বুঝতে পারছি জ্বরের থেকে জ্বরজ্বর বিষয়টা বেশ খারাপ। সারাদিন নাক সুরসুর করছে, হাল্কা মাথা ব্যাথা। সবচেয়ে বিরক্তিকর হলো চোখ কেমন জানি জ্বালা করছে।
হে বসন্ত, হে ভালোবাসা দিবস এইবার আমারে ক্ষ্যামা দাও।
