যোকোন ব্যবসার মূল শক্তি হলো যদি নিয়ন্ত্রিত ভোক্তাকে চিহ্নিত করা যায়। তাহলে ম্যাক্সিমাম প্রফিট পাওয়া সম্ভব। ধরেন আপনি কোন ব্যবসা করতে চাচ্ছেন: প্রথমত ঠিক করেন আপনার প্রডাক্ট এর ভোক্তা গ্রুপ। তারপর তাদের চিহ্নিত করেন এবং প্রডাক্ট সেল করা শুরু করেন। <<এই কথাগুলোন বেসিক বিজনেস পলিসির।
এদেশের বেশিরভাগ মানুষই ধর্মভীরু। সে যেই ধর্মেরই হোকনা কেন।
ধর্ম নিয়ে আমার কোন অবজেকশন নাই। আমি বা অন্য কেউ ধার্মিক না নাস্তিক সেটা সম্পূণৃ ব্যক্তিগত বিষয়। তবে এই ডাটা সবার কাছেই যে এই দেশের সিংহভাগ মানুষ ধার্মিক।
একটু আগেই বলেছি আপনি যদি টার্গেট গ্রুপ জানতে পারেন তাহলে ব্যবসা করা সহজ। এখান থেকে জানা গেল যে একটা ধার্মিক গ্রুপ আছে এই দেশে তাহলে ধর্ম নিয়ে ব্যবসা করা অনেক সহজ (ব্যবসায়িক লজিকে)।
সুতরাং আপনি যদি ব্যবসা করতে চান তাহলে তা ধর্ম নিয়ে করুন (আপনি যে ধর্মেরই হোন না কেন)। প্রফিট অনেক বেশী হবে। কসফার্ম।
যোকোন ব্যবসার মূল শক্তি হলো যদি নিয়ন্ত্রিত ভোক্তাকে
3
previous post