সবকিছু ব্যাল্যান্স করা বেশ জরুরি। মানে নিজের শরীর ঠিক রাখার জন্য। এক বছরের বেশি সময় ধরে অফিস এর একটা কাজে ঠিক মত সামাজিকতা করা হয় নাই। এর মধ্যে আবার আছে এই মহামারি। কিছু যে লিখব মানে যেগুলো এইখানে ওইখানে মাঝে মাঝে লিখি, তাও বন্ধ। শরীর ঠিক আগের মতন সাহায্য করছে না। বয়স যে বাড়ছে, নানান ভাবে জানান দিচ্ছে।
অনেক দিন পরে ইয়েলো ক্যাফে বসেছি লেখার জন্য। আয়োজন করে কম্পিউটার সাজিয়ে যখন শুরু করব, মাথা পুরা ফাকা। কি লিখব, কেন লিখব? এই ভাবনায় এখন বসে বসে পেঁপের সরবত খাচ্ছি। খারাপ না। কিছু তো হচ্ছে। কুড়িগ্রাম চলে যেতে পারলে ভালো হত এখন। কয়টা দিন আকাশ দেখা, রোদ্দুর দেখা। কিন্তু চলে তো যেতেই পারি, আলসেমি গ্রাস করে রাখছে। কোথায় জানি একটা শুন্যতা।