এই ভদ্রলোকের নাম শোনে নাই এমন পাঠক কম। কিন্তু এনার চেহারা ঠিক কেউ চেনেন না। ইনি তিন গোয়েন্দার রকিব হাসান। আমার শৈশব-কৈশরের হিরো। বইমেলায় দেখা হয়েছিল। আমি ঠিক ছোট মানুষের মতোন সব ভুলে গিয়ে কাছে ছিলাম। ঠিক যেতেও চাচ্ছিলাম না। ধন্যবাদ অবসর প্রকাশনী এব প্রতীক প্রকাশনী। তা না হলে এই প্রিয় লেখকের সাথে দেখা হতো না মনে হয়।