এক ঘন্টার বেশী সময় হলো বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি আসার আগে আমাদের ধানমন্ডি অপার্থিব আলোয় মিশে গেল। অদ্ভুত আলো আঁধারি। এই ছবিটা সেই সময়ে তোলা। উচিৎ ছিল ট্রাইপড দিয়ে তুলো HDR করা। কিন্তু সময় কম ছিল। তাই খালি হাতেই তোলা। বয়স হচ্ছে। আগের মতো হাত আর স্টেডি নেই।
সবার মঙ্গল হোক।
আজকে আবার বৃষ্টি এলো, এই শহরে
previous post