ভদ্রলোক দূর সম্পর্কের বন্ধু (কাস্টমার আসলে)। সেদিন ওস্তাদে আসছিলেন ডেইলি স্টার মানে আমার অফিসে ছবি তুলতে। আমিও খুব আগ্রহ নিয়ে ছবি তুললাম। গিটারটা মেরে দেয়ার ইচ্ছে ছিল। সলিড টপের গিটারটা অনেক সুন্দর। বাজায়ে আরাম আছে। ছবি দু’টো তুলেছেন ডেইলি স্টারের ফটোগ্রাফার Sheikh Mehedi Morshed. Labik Kamal Gaurob এর বিশাল আকারের সাথে আমিও যদিও বেমানান কিন্তু তাঁর গানের বড় ভক্ত আমি। বাংলাদেশের যে সামান্য কয়েকজন গায়কের গান আমি ভালোবাসি, গৌরব তাঁদের মধ্যের একজন। তাঁর তৈরি বিখ্যাত গোসল সঙ্গীত আমার প্রিয়। আনন্দী তাঁর মেয়ে। আনন্দীর গোসলের জন্য একটা মজার গান আছে, সেটা আমি এখনো শুনি।
ভালো থাকেন ওস্তাদ।
আনন্দী
337
previous post