360
শিক্ষার আসল পরীক্ষা হবে যদি কোন ভাবে, কোন দিন বর্তমান থেকে কাউকে ২০০ বছর অতীতে পাঠানো যায়, তখন। যদি অতীতে ফেরত গিয়ে আধুনিক কোন কিছু সংযোজন না করতে পারে, বুঝতে হবে কিছুই শেখা হয় নি।
এতো বেশী বিনোদন, এতো বেশী ব্যস্ত রাখতে সভ্যতার ইঞ্জিনিয়ারিং ব্যস্ত। খুব কৌশলে আমাদের অনেক বেশী বোকা বানানো হচ্ছে। আমাদের ভাবতে শেখানো হচ্ছে আমরা অনেক বেশী জানি। আসলে আমরা কিছুই জানি না। প্রকৃতপক্ষে আমাদের থেকে অনেক বেশী জানেন একজন কৃষক।
শুভরাত্রী