274
পলক পড়ুক চোখে
স্বপ্ন গুলো ঢুকে,
আলো জ্বলুক অন্ধকারে
মন ছুটুক তেপান্তরে-
শুধু গানটা থাকুক তোমার আমার কাছে
সুখটা থাকুক প্রতিটা নিশ্বাসে।
……
এটা একটা নতুন গান। মাত্র লিখলাম। সুরও করলাম গুনগুন করে। বাকীটা লিখব। আজকেই 🙂