206
চল্লিশ পেরুলেই চালসে। এটা মনে হয় চোখের নিয়ম। কিন্তু আমার মতে দেহের বয়স নয়, এটা মনের বয়স হবে। ইদানিং কাছের জিনিসও ঝাপসা দেখি। মাইওপিয়ার জন্য দূরদৃষ্টি অনেক আগেই নেই। চশমা সেই ১৯৯৪ সাল থেকে। দূরদৃষ্টির অভাবে জীবনটা তাই ভুলে ভরা। এখন দেখছি নিকট দৃষ্টিও খারাপ। বাকী জীবন এখন মিডিওকার হিসেবে কাটাতে হবে, মানে মাঝামাঝি দেখে। ভাবছি চোখের একটা সার্জারি করে ফেলব। যদি এটার পর দিব্যদৃষ্টি পাই! জীবনে ভুল করার কোটা ঠিক বাকীও নেই। ভুলে ভরা ফাগুন মাস নাই আসুক আর। আপনারা সবাই ভুল ফাগুনের আগুনের আঁচ থেকে বাঁচুন। যদিও এখন গ্রীষ্মকাল।
**//** ধানমন্ডি, ঢাকা।