568
এই বিলের নাম ভৈরবীর বিল। আর মাঝের জায়গাটার নাম কুটিবাড়ী (কুঠিবাড়ি)। এখানে কার কুঠি থেকে কে ভৈরবী গাইত সেটা আমার জানা নাই। তবে এখানে এক সময় বাঘ ছিল। সেই বাঘের থাবায় আহত একজন এখনো জীবিত। এখানে মাটি তে কাজ করতে গিয়ে পুরনো পাতকুয়া পাওয়া গিয়েছিল। বেশ উঁচু জায়গা। প্রচুর মিথ আছে এই জায়গা নিয়ে। Swadhin Sen এর আগ্রহের বিষয় হতে পারে।