923
মিথের শক্তি অনেক। মিথের কারণেই আমরা রাষ্ট্র বানাতে পেরেছি। মিথের কারণেই হয়তো একদিন পুরো পৃথিবী একক একটা সমাজে প্রতিষ্ঠিত হবে। যে মিথের উপর বাংলাদেশ নামক রাষ্ট্রটি আছে, এর উন্নতির জন্য একই মিথে সবার বিশ্বাসটা জরুরী।
আমি জাতীয়তাবাদের খুব বেশী পক্ষে নই। কিন্তু এবারের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো করাটা জরুরী। উই নিড এ স্পার্ক। এরপর পুরো দেশের সবকিছু মিথের শক্তিতেই এগিয়ে যাবে।
**//** ডেইলি স্টার সেন্টার, ঢাকা, বাংলাদেশ