4
আকাশটা দেখতে চেয়ে
দেখি শুধু একটি কদম ফুল
আমি রাত্রীর চেয়েও আঁধার
আমি বিষন্ন একটা শিশির বিন্দু
একটা ছেঁড়া পালে মহাকাশ পাড়ি দেয়া
আমি এক ভাঙা মাস্তুল;