5
আকাশ জোরা মেঘগুলো আজ অন্য কথা বলে
হাওয়ায় ভেসে মনটা আমার কোথায় উড়ে চলে
এই পথঘাট ভেজা নৌকার কাঠ
বাস ট্রাক আর ব্যস্ত যান-জট
সব কিছু কেমন জানি মেঘের সাথে উড়ে
যাচ্ছি চলে তোমায় রেখে, শহর থেকে অন্য পথে
তুমি বললে এখান থেকে দৌড়ে যেতেই পারি
ও মন আমার, কবে যাব, ফিরব কবে বাড়ি।
নদীর নূপুর ঢেউগুল সব
নাচছে তালে তালে
নাচছে যেন মনের ঘোড়া
তোমার এলোচুলে
স্বপ্ন ছোঁওয়া চাঁদের বেলায়
ঘুমের সাথে আড়ি
ও মন আমার, কবে যাব, ফিরব কবে বাড়ি।
–এক জনের ফরমায়েসে গানটা লিখেছিলাম প্রায় দেড় বছর আগে। কিন্তু গানটা আর ব্যবহৃত হয় নি। শেয়ার করলাম।