3.9K
আমি প্রায় ৫বছর পর আমার ভার্সিটি’র ৪জন বান্ধবীর খোঁজ পেলাম। এমি তোকে অনেক অনেক ধন্যবাদ দোস্ত। আমরা ছিলাম ভার্সিটির পারফর্মিং আর্ট ক্লাবের সদস্য। আমি পড়তাম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ আর ওরা বিবিএ তে।
সবাইকে খুঁজে পেলাম ফেসবুকে। ধন্যবাদ ফেসবুক। একদিনে অনেক অনেক স্মৃতি মাথার ভিতরে স্ক্রীন সেভারের মতোন চলছে। হায়রে সময়। কখন যে কোন খেলা দেখায়!
দোস্তরা, আমার ভালোবাসা তোদের জন্য। ইমা তোর ছেলেটাকে আমি আজকেই দেখতে যাব। অনেক মিস করেছি তোকে। ভালো আছিস তো?