5
আমাকে উজাড় করে
অন্ধকারে
নিরাশার চাঁদর পড়ে থাকো,
ধুলোমাখা পথ তেমনি পড়ে রয়
যতটা অবহেলা দিয়েছ
একদিন জানবে তুমি, জানবেই নিশ্চয়
আমিও তোমার মতন একা!
চেয়ে দেখো, রাত গুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়!