5
আমাদের এই শহরটাতে
হয়তো কোনো মধ্যরাতে
নামবে একটা ফুটফুটে পরি,
তখন হয়তো অন্যভাবে
স্বপ্নগুলন বদলে যাবে
স্বপ্ন দেখার প্রত্যাশা শুধু করি..