6
আমার অন্তরালে আলো খেলা করে
হৃদয়ে লাগে ঢেউয়ের দোলা
চারিদিকে কি সুন্দর মানুষের মিছিল!
জীবন বড় বেশি ভালবাসি
যেমন ভালবাসি তোমার দিকে
সকরুণ দৃষ্টিতে তাকিয়ে থাকা..